কালের খবরঃ
গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তি সহিংসতায় গুলিতে নিহতের ঘটনায় বিজয়ী চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান ভূঁইয়া সহ ৭৩ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার (১৬মে) রাতে নিহতের বোন পারুল বেগম বাদী হয়ে এই হত্যা মামলা দায়ের করেন। মামলায় নির্বাচিত চেয়ারম্যান সহ ২৩জনের নাম উল্লেখ করা হয়েছে। আর অজ্ঞাত আসামী করা হয়েছে আরো ৪০/৫০জনকে। তবে এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কেউকে গ্রেপ্তার করতে পারেনি।
গোপালগঞ্জ থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ আনিচুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন এবং আসামী গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান।
মঙ্গলবার (১৩মে) রাত সাড়ে ৮ টার দিকে চন্দ্রদিঘলিয়া গ্রামে প্রতিপক্ষের গুলিতে ওসিকুর ভূইয়া নিহত সহ ওই ঘটনায় আরো অন্ততঃ ৬জন আহত হয়। এঘটনার পর গত বুধবার ও বৃহস্পতিবার এলাকাবাসী দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে আসছে।
অন্যদিকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে আগামী রবিবার (১৯ মে) গোপালগঞ্জ ডিসি অফিস ঘেরাও কর্মসূচী পালনের ঘোষণা করেছে পরাজিত চেয়ারম্যান প্রার্থী বিএম লিয়াকত আলী।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply