কালের খবরঃ
প্রচন্ড গরম ও তাপদাহ থেকে রক্ষা পেতে গোপালগঞ্জে মুক্তিযোদ্ধাদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও জীবন বীমা কর্পোরেশনের উদ্যোগে ১২০ জন মুক্তিযোদ্ধার হাতে ছাতা তুলে দেয়া হয়। সোমবার (৫ জুন) জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ের হল রুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুন্সী আতিয়ার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শেখ মোহম্মদ রুহুল আমিন।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বদরুদ্দোজা বদর প্রমূখ।পরে অতিথিবৃদ্ধ ১২০জন মুক্তিযোদ্ধাদের হাতে একটি করে ছাতা তুলে দেন। অনুষ্ঠানে সিনিয়র সহকারী কমিশান (সাধারণ শাখা) শোভন সরকারসহ শতাধিক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম উপস্থিত মুক্তিযোদ্ধাদের খোঁজখবর নেন এবং কুশল বিনিময় করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply