
মুকসুদপুর প্রতিনিধিঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। আজ শনিবার (০১ নভেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপির কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত এক মতবিনিময় সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গ্রামে গ্রামে, পাড়া-মহল্লায়, প্রত্যেক কেন্দ্রে নির্বাচনী প্রচারণায় ঝাঁপিয়ে পড়তে হবে। আগামী ৯০ দিনের মধ্যে আমাদের লক্ষ্য-ধানের শীষের বিজয় নিশ্চিত করা। সারা দেশের সব আসনের মধ্যে সর্বাধিক ভোটে বিজয় অর্জন করে কাশিয়ানী-মুকসুদপুর আসনকে একটি শক্তিশালী সংসদীয় আসনে পরিণত করতে সকলকে এগিয়ে আসতে হবে। কর্মী সমাবেশে মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুটুল, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মুন্নু মুন্সী, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. শাহিনুর রহমান শাহিন মুন্সী, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনিচুর রহমান লিমনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION