
কালের খবরঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। আজ সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ ব্রিফিংয়ে এই তালিকা প্রকাশ করেন।
ঘোষিত তালিকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসন থেকে প্রার্থী হয়েছেন—দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১। আর সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হয়েছেন বগুড়া-৬ আসনে।
নিজ জেলা ঠাকুরগাঁও-১ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে গয়েশ্বর চন্দ্র রায় (ঢাকা-৩), আমানউল্লাহ আমান (ঢাকা-২), মির্জা আব্বাস (ঢাকা-৮), নজরুল ইসলাম মঞ্জু (খুলনা-২), আমীর খসরু মাহমুদ চৌধুরী (চট্টগ্রাম-১০) ও খন্দকার মোশাররফ হোসাইন (কুমিল্লা-১) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
দলীয় সূত্রে জানা যায়, এখন পর্যন্ত ২৩৭ আসনের প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে, তবে বেশ কয়েকটি আসন ‘হোল্ড’ রাখা হয়েছে। এসব আসনে জোট বা স্থানীয় পর্যায়ের সমন্বয় বিবেচনা করে পরে প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে বিএনপি।
বিএনপির প্রার্থীদের মধ্যে রয়েছেন কয়েকজন নতুন মুখও। বিশেষ করে তরুণ নেতাদের বিভিন্ন জেলায় গুরুত্ব দেওয়া হয়েছে। গুলশান বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ ও বিভাগীয় সমন্বয়কারীরা।
ঘোষিত তালিকা অনুযায়ী রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম—আটটি বিভাগেই প্রার্থী ঘোষণা করা হয়েছে। বিএনপি বলছে, এই তালিকা প্রাথমিক, প্রয়োজনে পরিবর্তন হতে পারে।বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) -এর সম্ভাব্য প্রার্থী তালিকা নিম্নরুপঃ
রংপুর বিভাগঃ
পঞ্চগড়-১: ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ
পঞ্চগড়-২: ফরহাদ হোসেন আজাদ
ঠাকুরগাঁও-১: মির্জা ফখরুল ইসলাম আলমগীর (নিজে)
ঠাকুরগাঁও-২: (পরে সিদ্ধান্ত নেওয়া হবে)
ঠাকুরগাঁও-৩: (পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা) মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ
দিনাজপুর-১: মোহাম্মদ মনজুরুল ইসলাম
দিনাজপুর-২: মোহাম্মদ সাদিক রিয়াজ
দিনাজপুর-৩: (দিনাজপুর সদর) বেগম খালেদা জিয়া
দিনাজপুর-৪: মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া
দিনাজপুর-৫: (হোল্ড করা হয়েছে, পরে জানানো হবে)
দিনাজপুর-৬: অধ্যাপক এ. জেড. এম. জাহিদ হোসেন
নীলফামারী-১: (হোল্ড করা হয়েছে, পরে জানানো হবে)
নীলফামারী-২: এইচ এম মোহাম্মদ সাইফুল্লাহ রুবেল
নীলফামারী-৩: (হোল্ড করা হয়েছে)
নীলফামারী-৪: মোহাম্মদ আব্দুল গফুর সরকার
লালমনিরহাট-১: মোহাম্মদ হাসান রাজিব প্রধান
লালমনিরহাট-২: (হোল্ড করা হয়েছে)
লালমনিরহাট-৩: আসাদুল হাবিব দুলু
রংপুর-১: মোকাররম হোসেন সুজন
রংপুর-২: মোহাম্মদ আলী সরকার
রংপুর-৩: শামসুজ্জামান শামু
রংপুর-৪: মোহাম্মদ এমদাদুল হক ভরসা
রংপুর-৫: মোহাম্মদ গোলাম রব্বানী
রংপুর-৬: মোহাম্মদ সাইফুল ইসলাম
কুড়িগ্রাম-১: সাইফুল ইসলাম রানা
কুড়িগ্রাম-২: মোহাম্মদ সোহেল হোসেন
কুড়িগ্রাম-৩: তাজুল ইসলাম
কুড়িগ্রাম-৪: মোহাম্মদ আজিজুর রহমান
গাইবান্ধা-১: খন্দকার জিয়াউল ইসলাম (মোহাম্মদ আলী)
গাইবান্ধা-২: আনিসুজ্জামান খান বাবু
গাইবান্ধা-৩: (সাদুল্লাপুর) অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাইনুল হাসান সাদিক
গাইবান্ধা-৪: মোহাম্মদ শামীম কায়সার
গাইবান্ধা-৫: মোহাম্মদ ফারুক আলম সরকার
রাজশাহী বিভাগঃ
জয়পুরহাট-১: মোহাম্মদ মাসুদ রানা প্রধান
জয়পুরহাট-২: আব্দুল বারী
বগুড়া-১: কাজী রফিকুল ইসলাম
বগুড়া-৩: আব্দুল মহিত তালুকদার
বগুড়া-৪: মোহাম্মদ মোশারফ হোসেন
বগুড়া-৫: মোহাম্মদ গোলাম মোহাম্মদ সিরাজ
বগুড়া-৬: তারেক রহমান
বগুড়া-৭: বেগম খালেদা জিয়া
চাঁপাইনবাবগঞ্জ-১: মোহাম্মদ শাহজাহান মিয়া
চাঁপাইনবাবগঞ্জ-২: মোহাম্মদ আমিনুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জ-৩: মোহাম্মদ হারুনুর রশিদ
নওগাঁ-১: মোহাম্মদ মোস্তাফিজুর রহমান
নওগাঁ-২: মোহাম্মদ শামসুজ্জোহা খান
নওগাঁ-৩: মোহাম্মদ ফজলে হুদা বাবুল
নওগাঁ-৪: ইকরামুল বারী টিপু
নওগাঁ-৫: (হোল্ড করা আছে)
নওগাঁ-৬: মোহাম্মদ শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম
রাজশাহী-১: মোহাম্মদ শরিফ উদ্দিন
রাজশাহী-২: মোহাম্মদ মিজানুর রহমান মিনু
রাজশাহী-৩: মোহাম্মদ শফিকুল হক মিলন
রাজশাহী-৪: ডিএমডি জিয়াউর রহমান (সম্ভবত এ্যাড. জিয়াউর রহমান)
রাজশাহী-৫: অধ্যাপক নজরুল ইসলাম
রাজশাহী-৬: আবু সাঈদ চাঁদ
নাটোর-১: ফারজানা শারমিন
নাটোর-২: রুহুল কুদ্দুস তালুকদার দুলু
নাটোর-৩: (হোল্ড করা আছে)
নাটোর-৪: মাহমুদ আব্দুল আজিজ
সিরাজগঞ্জ-১: (হোল্ড করা আছে)
সিরাজগঞ্জ-২: ইকবাল হাসান মাহমুদ টুকু
সিরাজগঞ্জ-৩: ভিপি আইনুল হক
সিরাজগঞ্জ-৪: (উল্লাপাড়া) এম আকবর আলী
সিরাজগঞ্জ-৫: মোহাম্মদ আমিরুল ইসলাম খান
সিরাজগঞ্জ-৬: এম এ মুহিত
পাবনা-১: (হোল্ড করা আছে)
পাবনা-২: এ কে এম সেলিম রেজা হাবিব
পাবনা-৩: মোহাম্মদ হাসান জাফির তুহিন
পাবনা-৪: হাবিবুর রহমান হাবিব
পাবনা-৫: মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস
খুলনা বিভাগঃ
মেহেরপুর-১: মাসুদ অরুন
মেহেরপুর-২: মোহাম্মদ আমজাদ হোসেন
কুষ্টিয়া-১: রেজা আহমদ
কুষ্টিয়া-২: রাগীব রউফ চৌধুরী
কুষ্টিয়া-৩: মোহাম্মদ জাকির হোসেন সরকার
কুষ্টিয়া-৪: সৈয়দ মেহেদী আহমেদ রুমি
চুয়াডাঙ্গা-১: মোহাম্মদ শরিফুজ্জামান
চুয়াডাঙ্গা-২: মাহমুদ হাসান খান
ঝিনাইদহ-১: (শৈলকুপা) (হোল্ড করা আছে)
ঝিনাইদহ-২: (হোল্ড করা আছে)
ঝিনাইদহ-৩: মোহাম্মদ মেহেদী হাসান
ঝিনাইদহ-৪: (পরে ঘোষণা করা হবে)
যশোর-১: মোহাম্মদ মাফিদুল হাসান তৃপ্তি
যশোর-২: মোহাম্মদ সাবিরা সুলতানা
যশোর-৩: অনিন্দ্য ইসলাম অমিত
যশোর-৪: টি এস আইয়ুব
যশোর-৫: (হোল্ড করা আছে)
যশোর-৬: কাজী রওনকুল ইসলাম
মাগুরা-১: মোহাম্মদ মনোয়ার হোসেন
মাগুরা-২: নিতাই রায় চৌধুরী
নড়াইল-১: বিশ্বাস জাহাঙ্গীর আলম
নড়াইল-২: (হোল্ড করা আছে)
বাগেরহাট-১: (হোল্ড করা আছে)
বাগেরহাট-২: (হোল্ড করা আছে)
বাগেরহাট-৩: (হোল্ড করা আছে)
খুলনা-১: (হোল্ড করা আছে)
খুলনা-২: নজরুল ইসলাম মঞ্জু
খুলনা-৩: রকিবুল ইসলাম বকুল
খুলনা-৪: আজিজুল বারী হেলাল
খুলনা-৫: মোহাম্মদ আলী আসগর
খুলনা-৬: মনিরুল হাসান বাপ্পি
সাতক্ষীরা-১: হাবিবুল ইসলাম হাবিব
সাতক্ষীরা-২: আব্দুর রউফ
সাতক্ষীরা-৩: কাজী আলাউদ্দিন
সাতক্ষীরা-৪: মোহাম্মদ মনিরুজ্জামান
বরিশাল বিভাগঃ
বরগুনা-১: মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা
বরগুনা-২: নুরুল ইসলাম মনি
পটুয়াখালী-১: এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী
পটুয়াখালী-২: (হোল্ড করা আছে)
পটুয়াখালী-৩: (হোল্ড করা আছে)
পটুয়াখালী-৪: (কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা) এবিএম মোশারফ হোসেন
ভোলা-১: গোলাম নবী আলমগীর
ভোলা-২: মোহাম্মদ হাফিজ ইব্রাহিম
ভোলা-৩: মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম
ভোলা-৪: মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন
বরিশাল-১: জহিরউদ্দিন স্বপন
বরিশাল-২: সরদার সাইফুদ্দিন আহমেদ সান্টু
বরিশাল-৩: (পরে সিদ্ধান্ত দেওয়া হবে)
বরিশাল-৪: মোহাম্মদ রাজিব হাসান
বরিশাল-৫: মোহাম্মদ মুজিবুর রহমান সারোয়ার
বরিশাল-৬: আবুল হোসেন খান
ঝালকাঠি-১: (পরে সিদ্ধান্ত দেওয়া হবে)
ঝালকাঠি-২: ইসরাত সুলতানা ইলেন ভুট্টো
পিরোজপুর-১: (পরে সিদ্ধান্ত দেওয়া হবে)
পিরোজপুর-২: আহমেদ সোহেল মঞ্জুর
পিরোজপুর-৩: মোহাম্মদ রুহুল আমিন দুলাল
ঢাকা ও ময়মনসিংহ বিভাগঃ
টাঙ্গাইল-১: (মধুপুর) ফকির মাহবুব আলম স্বপন
টাঙ্গাইল-২: আব্দুস সালাম পিন্টু
টাঙ্গাইল-৩: এ এস এম ওবায়দুল হক নাসির
টাঙ্গাইল-৪: মোহাম্মদ লুৎফর রহমান মতিন
টাঙ্গাইল-৫: (পরে ঘোষণা করা হবে)
টাঙ্গাইল-৬: রবিউল আউয়াল লাবলু
টাঙ্গাইল-৭: আবুল কালাম আজাদ সিদ্দিকী
টাঙ্গাইল-৮: আহমেদ আজম খান
জামালপুর-১: এম রশিদুজ্জামান মিল্লাত
জামালপুর-২: সুলতান মাহমুদ বাবু
জামালপুর-৩: মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাবুল
জামালপুর-৪: মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার শামীম
জামালপুর-৫: মোহাম্মদ ওয়ারেস আলী মামুন
শেরপুর-১: সানসিলা জেবরিন
শেরপুর-২: মোহাম্মদ ফাহিম চৌধুরী
শেরপুর-৩: মোহাম্মদ মাহমুদুল হক রুবেল
ময়মনসিংহ-১: সৈয়দ ইমরান সালেহ
ময়মনসিংহ-২: মোতাহার হোসেন তালুকদার
ময়মনসিংহ-৩: এম ইকবাল হোসেন
ময়মনসিংহ-৪: (আপাতত স্থগিত, পরে ঘোষণা করা হবে)
ময়মনসিংহ-৫: মোহাম্মদ জাকির হোসেন
ময়মনসিংহ-৬: মোহাম্মদ আখতারুল আলম
ময়মনসিংহ-৭: ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান
ময়মনসিংহ-৮: লুৎফুল্লাহেল মাজেদ
ময়মনসিংহ-৯: ইয়াসের খান চৌধুরী
ময়মনসিংহ-১০: (পরে ঘোষণা করা হবে)
ময়মনসিংহ-১১: ফখরুদ্দিন আহমেদ
নেত্রকোনা-১: ব্যারিস্টার কায়সার কামাল
নেত্রকোনা-২: মোহাম্মদ আনোয়ারুল হক
নেত্রকোনা-৩: রফিকুল ইসলাম হিলালী
নেত্রকোনা-৪: মোহাদ্দুজা বাবর (সম্ভবত মোদারেস বাবর)
নেত্রকোনা-৫: আবু তাহের তালুকদার
কিশোরগঞ্জ-১: (পরে ঘোষণা করা হবে)
কিশোরগঞ্জ-২: অ্যাডভোকেট মোহাম্মদ জালালউদ্দিন
কিশোরগঞ্জ-৩: ডক্টর ওসমান ফারুক
কিশোরগঞ্জ-৪: মোহাম্মদ ফজলুর রহমান
কিশোরগঞ্জ-৫: (পরে ঘোষণা করা হবে)
কিশোরগঞ্জ-৬: মোহাম্মদ শরিফুল আলম
মানিকগঞ্জ-১: (পরে ঘোষণা করা হবে)
মানিকগঞ্জ-২: মাইনুল ইসলাম খান
মানিকগঞ্জ-৩: আফরোজা খান রিতা
মুন্সিগঞ্জ-১: শেখ মোহাম্মদ আব্দুল্লাহ
মুন্সিগঞ্জ-২: মিজানুর রহমান সিনহা
মুন্সিগঞ্জ-৩: (পরে ঘোষণা করা হবে)
ঢাকা-১: খন্দকার আবু আশফাক
ঢাকা-২: আমানউল্লাহ আমান
ঢাকা-৩: গয়েশ্বর চন্দ্র রায়
ঢাকা-৪: তানভীর আহমেদ রবিন
ঢাকা-৫: নবিউল্লাহ নবী
ঢাকা-৬: ইশরাক হোসেন
ঢাকা-৭: (পরে ঘোষণা করা হবে)
ঢাকা-৮: মির্জা আব্বাস উদ্দিন আহমেদ
ঢাকা-৯: (পরে ঘোষণা করা হবে)
ঢাকা-১০: (পরে ঘোষণা করা হবে)
ঢাকা-১১: এম এ কাইয়ুম
ঢাকা-১২: সাইফুল আলম নীরব
ঢাকা-১৩: (পরে ঘোষণা করা হবে)
ঢাকা-১৪: সাজিদা ইসলাম তুলি
ঢাকা-১৫: শফিকুল ইসলাম খান
ঢাকা-১৬: আমিনুল হক
ঢাকা-১৭: (পরে ঘোষণা করা হবে)
ঢাকা-১৮: (পরে ঘোষণা করা হবে)
ঢাকা-১৯: ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন
ঢাকা-২০: (পরে ঘোষণা করা হবে)
গাজীপুর-১: (পরে ঘোষণা করা হবে)
গাজীপুর-২: মনজুরুল করিম রনি
গাজীপুর-৩: অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু
গাজীপুর-৪: শাহ রিয়াজুল হান্নান
গাজীপুর-৫: ফজলুল হক মিলন
নরসিংদী-১: খায়রুল কবির খোকন
নরসিংদী-২: ডক্টর আব্দুল মঈন খান
নরসিংদী-৩: (পরে ঘোষণা করা হবে)
নরসিংদী-৪: সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন
নরসিংদী-৫: ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফউদ্দিন বকুল
নারায়ণগঞ্জ-১: মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু
নারায়ণগঞ্জ-২: নজরুল ইসলাম আজাদ
নারায়ণগঞ্জ-৩: মোহাম্মদ আজহারুল ইসলাম মান্নান
নারায়ণগঞ্জ-৪: (পরে ঘোষণা করা হবে)
নারায়ণগঞ্জ-৫: মোহাম্মদ মাসুদুজ্জামান
রাজবাড়ী-১: আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম
রাজবাড়ী-২: (পরে ঘোষণা করা হবে)
ফরিদপুর-১: (পরে ঘোষণা করা হবে)
ফরিদপুর-২: শামা ওবায়েদ ইসলাম
ফরিদপুর-৩: নায়াব ইউসুফ আহমেদ
ফরিদপুর-৪: শহিদুল ইসলাম বাবুল
গোপালগঞ্জ-১: মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা
গোপালগঞ্জ-২: ডাক্তার কে এম বাবর আলী
গোপালগঞ্জ-৩: এস এম জিলানী
মাদারীপুর-১: কামাল জামান মোল্লা
মাদারীপুর-২: (পরে ঘোষণা করা হবে)
মাদারীপুর-৩: আনিসুর রহমান
শরীয়তপুর-১: সাইয়েদ আহমেদ আসলাম
শরীয়তপুর-২: শফিকুর রহমান কিরণ
শরীয়তপুর-৩: মিয়া নুরুদ্দিন আহমেদ অপু
সিলেট বিভাগঃ
সুনামগঞ্জ-১: আনিসুল হক
সুনামগঞ্জ-২: (পরে ঘোষণা করা হবে)
সুনামগঞ্জ-৩: মোহাম্মদ কায়সার আহমেদ
সুনামগঞ্জ-৪: (পরে ঘোষণা করা হবে)
সুনামগঞ্জ-৫: কালিমুদ্দিন মিলন
সিলেট-১: খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী
সিলেট-২: মোসাম্মৎ তাহসিনা রুশদীর
সিলেট-৩: মোহাম্মদ আব্দুল মালেক
সিলেট-৪: (পরে ঘোষণা করা হবে)
সিলেট-৫: (পরে ঘোষণা করা হবে)
সিলেট-৬: ইমরান আহমেদ চৌধুরী
মৌলভীবাজার-১: নাসিরউদ্দিন আহমেদ মিঠু
মৌলভীবাজার-২: শওকত হোসেন শকু (সম্ভবত নাসের রহমান)
মৌলভীবাজার-৩: নাসের রহমান
মৌলভীবাজার-৪: মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী
হবিগঞ্জ-১: (পরে ঘোষণা করা হবে)
হবিগঞ্জ-২: আবু মনসুর শাখাওয়াত হাসান জীবন
হবিগঞ্জ-৩: আলহাজ্ব মোহাম্মদ জি কে গউছ
হবিগঞ্জ-৪: এস এম ফয়সাল
চট্টগ্রাম বিভাগঃ
ব্রাহ্মণবাড়িয়া-১: এম হান্নান
ব্রাহ্মণবাড়িয়া-২: (পরে ঘোষণা করা হবে)
ব্রাহ্মণবাড়িয়া-৩: খালেদ হোসেন মাহবুব
ব্রাহ্মণবাড়িয়া-৪: মুশফিকুর রহমান
ব্রাহ্মণবাড়িয়া-৫: মোহাম্মদ আব্দুল মান্নান
ব্রাহ্মণবাড়িয়া-৬: (পরে ঘোষণা করা হবে, অর্থাৎ অন্য দল থাকলে তারা ঘোষণা করবেন)
কুমিল্লা-১: ডক্টর খন্দকার মোশাররফ হোসাইন
কুমিল্লা-২: (পরে ঘোষণা করা হবে)
কুমিল্লা-৩: কাজী শাহ মোয়াজ্জেম হোসাইন কায়কোবাদ
কুমিল্লা-৪: মনজুরুল ইসলাম মুন্সী
কুমিল্লা-৫: মোহাম্মদ জসিম উদ্দিন
কুমিল্লা-৬: মোহাম্মদ মনিরুল হক চৌধুরী
কুমিল্লা-৭: (পরে ঘোষণা করা হবে)
কুমিল্লা-৮: জাকারিয়া তাহের
কুমিল্লা-৯: মোহাম্মদ আবুল কালাম
কুমিল্লা-১০: মোহাম্মদ আব্দুল গফুর ভূঁইয়া
কুমিল্লা-১১: মোহাম্মদ কামরুল হুদা
চাঁদপুর-১: আনম এহসানুল হক মিলন
চাঁদপুর-২: মোহাম্মদ জালালউদ্দিন
চাঁদপুর-৩: শেখ ফরিদ হোসেন
চাঁদপুর-৪: মোহাম্মদ হারুন রশিদ
চাঁদপুর-৫: মোহাম্মদ মমিনুল হক
ফেনী-১: বেগম খালেদা জিয়া
ফেনী-২: জয়নাল আবেদীন
ফেনী-৩: আব্দুল আউয়াল মিন্টু
নোয়াখালী-১: ব্যারিস্টার এস মাহবুব উদ্দিন
নোয়াখালী-২: জয়নাল আবদিন ফারুক
নোয়াখালী-৩: মোহাম্মদ বরকত উল্লাহ বুলু
নোয়াখালী-৪: মোহাম্মদ শাহজাহান
নোয়াখালী-৫: মোহাম্মদ ফখরুল ইসলাম
নোয়াখালী-৬: মাহমুদুর রহমান শামীম
লক্ষ্মীপুর-১: (পরে ঘোষণা করা হবে)
লক্ষ্মীপুর-২: মোহাম্মদ আবুল খায়ের ভুইয়া
লক্ষ্মীপুর-৩: শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি
লক্ষ্মীপুর-৪: (পরে ঘোষণা করা হবে)
চট্টগ্রাম-১: নুরুল আমিন চেয়ারম্যান
চট্টগ্রাম-২: সরোয়ার আলমগীর
চট্টগ্রাম-৩: (পরে ঘোষণা করা হবে)
চট্টগ্রাম-৪: কাজী সালাউদ্দিন
চট্টগ্রাম-৫: মীর মোহাম্মদ হেলালউদ্দিন
চট্টগ্রাম-৬: (পরে ঘোষণা করা হবে)
চট্টগ্রাম-৭: উম্মাম কাদের চৌধুরী (সম্ভবত গিয়াস কাদের চৌধুরী)
চট্টগ্রাম-৮: এরশাদুল্লাহ
চট্টগ্রাম-৯: (সংশোধন: পরে ঘোষণা করা হবে, হোল্ড)
চট্টগ্রাম-১০: আমীর খসরু মাহমুদ চৌধুরী
চট্টগ্রাম-১১: (পরে ঘোষণা করা হবে)
চট্টগ্রাম-১২: মোহাম্মদ এনামুল হক
চট্টগ্রাম-১৩: সারওয়ার জামাল নিজাম
চট্টগ্রাম-১৪: (পরে ঘোষণা করা হবে)
চট্টগ্রাম-১৫: (পরে ঘোষণা করা হবে)
চট্টগ্রাম-১৬: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা
কক্সবাজার-১: সালাউদ্দিন আহমেদ
কক্সবাজার-২: (পরে ঘোষণা করা হবে)
কক্সবাজার-৩: লুৎফুর রহমান কাজল
কক্সবাজার-৪: শাহজাহান চৌধুরী
খাগড়াছড়ি: আব্দুল ওয়াদুদ ভুইয়া
রাঙ্গামাটি: দীপেন দেওয়ান
বান্দরবান: সাচিং প্রু
Design & Developed By: JM IT SOLUTION