
কালের খবরঃ
গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও গোপালগঞ্জ-০২ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী এম সিরাজুল ইসলাম সিরাজ বলেছেন, যারা ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা আজও বাংলাদেশের অগ্রগতির বিরোধিতা করছে। তাদের কাছ থেকে কোনো ভালো কিছু আমরা আশা করতে পারি না। সেই অপশক্তি এখন চেষ্টা করছে যেন নির্বাচন সঠিক সময়ে না হয়, যাতে দেশের উন্নয়ন থমকে যায়।
আজ শনিবার (১ নভেম্বর) সকালে শহতলীর আড়পাড়া গ্রামে সিরাজুল ইসলাম সিরাজের নিজস্ব বাসভবনে আয়োজিত এক কর্মী সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে দ্রুত নির্বাচন হওয়া খুবই প্রয়োজন। একটি রাজনৈতিক সরকারের হাতে দেশের অর্থনীতি, রাজনীতি, শিক্ষা সবকিছুই নির্ভর করছে এবং একমাত্র নির্বাচিত সরকারই এসব সমস্যা সমাধান করতে পারবে।

সিরাজুল ইসলাম সিরাজ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলের মধ্যে যদি কোনো ভেদাভেদ থাকে, সেগুলো ভুলে গিয়ে ধানের শীষ প্রতীকের জন্য মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। কোনো নেতা-কর্মীর বিরুদ্ধে যেন কোনো অভিযোগ না আসে, সে বিষয়টি মাথায় রেখে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা চালাতে হবে।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা মানুষের কাছে পৌঁছাতে হবে। আশা করি, সাধারণ মানুষ তাদের ভালোটা বুঝে বিএনপিকে নির্বাচিত করবে।
এ সময় কাশিয়ানী উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াকুব মিয়া, সাবেক কাশিয়ানী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কমলেশ ঘোষ, গোপালগঞ্জ সদর থানা বিএনপির সহসভাপতি ভোলা মুন্সী, হাতিয়াড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর মোল্লা, বেথুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রিপন মোল্লা, কাশিয়ানীর পুইশুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম নতুন, সাতপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি যুগল বিশ্বাস, গোপালগঞ্জ পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রানা মোল্লা সহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION