
কালের খবরঃ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। তিনি অভিযোগ করেছেন, স্বাধীনতাবিরোধী অপশক্তি এবং ২০২৪ সালের পরাজিত শত্রুরা ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
গতকাল শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৯ টায় গোপালগঞ্জের বড় বাজার পৌর মার্কেটের জেলা বিএনপি কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর যৌথ উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সেলিম বলেন, যারা ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা আজও বাংলাদেশের অগ্রগতির বিরোধিতা করছে। তাদের কাছ থেকে কোনো ভালো কিছু আশা করা যায় না। তারা এখন চেষ্টা করছে যেন নির্বাচন সঠিক সময়ে না হয়, যাতে দেশের উন্নয়ন থমকে যায়।

তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। সরকারের হাতে দেশের অর্থনীতি, রাজনীতি, শিক্ষা,সবকিছুই নির্ভর করছে এবং একমাত্র নির্বাচিত সরকারই এসব সমস্যা সমাধান করতে পারে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার প্রসঙ্গ টেনে তিনি জানান, বিএনপির জন্ম হয়েছে সংস্কারের মধ্য দিয়ে। একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের স্বাধীনতা, জনগণের মৌলিক অধিকার ও নারী শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টি—এসবই বিএনপির নেতৃত্বে বাস্তবায়িত হয়েছে।
মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক শরীফ রাফিকুজ্জামান, ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডঃ আবুল খায়ের, গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, জেলা যুবদল, ছাত্রদলসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
Design & Developed By: JM IT SOLUTION