
কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী বিএনপির মনোনয়ন পাওয়ায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা বিএনপি আনন্দ মিছিল আয়োজন করেছে।
আজ মঙ্গলবার (০৪ নভেম্বর) উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে একটি আনন্দ মিছিল উপজেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পৌর মার্কেট চত্বরে এসে একটি আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সলেমান শেখ, পৌর বিএনপির সভাপতি ইউছুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক রঞ্জন মল্লিক, সদস্য সচিব মান্নান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুব খান, সদস্য সচিব মাসুদ তালুকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ, সদস্য সচিব নিলয় হাওলাদার মোস্তফা।
                                Design & Developed By: JM IT SOLUTION