
কালের খবরঃ
গোপালগঞ্জের প্রয়াত স্কুল শিক্ষক ও কালের কন্ঠ পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি প্রসূন মন্ডলের পিতা, কালিপদ মন্ডলের ২০তম মৃত্যু বার্ষিকী আগামীকাল সোমবার। দিনটি পালন উপলক্ষে সোমবার (৩ নভেম্বর) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সিংগা গ্রামের মন্ডল বাড়িতে এবং শহরের বটতলা রোডে তার বাসভবনে শ্রীমৎ ভাগবত পাঠ, ভোগরাগ ও প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।
প্রয়াত কালিপদ মন্ডল ২০০৫ সালের ৩ নভেম্বর বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ৮৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য ছাত্রছাত্রী ও সুভ্রাথি রেখে যান। আজকের এই শোকাবহ দিনে, তার আত্মার শান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে প্রার্থনা ও শ্রদ্ধা নিবেদন করা হবে।প্রসঙ্গত, কালিপদ মন্ডল ছিলেন একজন পরিশ্রমী ও নিষ্ঠাবান শিক্ষক, যিনি নিজের জীবনে বহু ছাত্রের দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যত গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
Design & Developed By: JM IT SOLUTION