
কালের খবরঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে র্যাব বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় একটি মাইক্রোবাসও আটক করা হয়। সোমবার (১৯ জানুয়ারী) রাত পৌনে ৮টায় কাশিয়ানীর মাঝিগাতী বাজার সংলগ্ন জয়নগর – ব্যাসপুর সড়ক থেকে এদের আটক করে।
আটককৃতরা হলো
কাশিয়ানীর ভাটিয়াপাড়া র্যাব ক্যাম্প-৬ জানিয়েছে , মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় র্যাব-৬, ভাটিয়াপাড়া ক্যাম্প, গোপালগঞ্জ-এর একটি আভিযানিক দল গত ১৯ জানুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে কাশিয়ানী থানাধীন মাঝীগাতী বাজার সংলগ্ন জয় নগর–বাসপুর সড়ক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। আটককৃতরা হলো , নূরুল আলম(৪১) ও মোঃ আবু তাহের (৪৪)।
অভিযানকালে ওই এলাকা থেকে নুরুল আলম (৪১) ও মোঃ আবু তাহের (৪৪) নামের দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে একটি মাইক্রোবাসসহ মোট ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে র্যাব।
র্যাব জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য উল্লেখযোগ্য এবং এগুলো বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।র্যাব আরও জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
Design & Developed By: JM IT SOLUTION