
কালের খবরঃ
জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে গোপালগঞ্জে সোনালীস্বপ্ন একাডেমি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে (১৭ জানুয়ারি) শহরের এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ নাজমুল ইসলাম ও চেয়ারম্যান মাহাফুজা ইসলাম উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে ৩৪টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এসব অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশির কুমার বিশ্বাস জানান, শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা এবং সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে এটি ধারাবাহিক বাৎসরিক কার্যক্রম। বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে।
Design & Developed By: JM IT SOLUTION