কালের খবরঃ
“তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস যৌথভাবে এ সভার আয়োজন করে।
আজ মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ওহিদ আলম লস্কার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, জেলা তথ্য কর্মকর্তা মো. সুলইমান বক্তব্য রাখেন। আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তরা বলেন, তরুনরাই হলো দেশের আগামীর ভবিষ্যত। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে তুরুনদের সমানে থেকে কাজ করতে হবে।সেক্ষেত্রে আধুনিক প্রযুক্তির শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply