কালের খবরঃ
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর উপর হামলা ও ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা বোড়াশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল এ কর্মসূচির আয়োজন করে।
আজ শনিবার (২ নভেম্বর)বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী দক্ষিণপাড়ায় অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির সদস্য ডাঃ কেএম বাবর, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরা, জেলা যুবদলের সভাপতি বিয়াজ উদ্দিন লিপটনসহ অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, গত ১৩ সেপ্টেম্বর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর গাড়ি বহরে হামলা চালায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এসময় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এঘটনায় দ্রুত আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply