কাশিয়ানী প্রতিনিধিঃ
“সমবায়ে গড়ব দেশ,বৈষম্যহীন বাংলাদেশ” এই শ্লোগান নিয়ে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের উদ্যেগে দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২ নভেম্বর) সকালে একটি বর্নাঢ্য র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমবায় অফিসের সহকারি পরিদর্শক মোঃ আসলাম হোসেনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাসেদুজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, উপজেলা সমবায় অফিসার মোঃ মোরাদ আলী। অতিথি মধ্যে বক্তব্য রাখেন,অফিসার ইনর্চাজ মুহাম্মদ শফিউদ্দীন খান,সমাজ সেবা অফিসার শেখ মোঃ বজলুর রশিদ কনক, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নিজামুল আলম মোরাদ। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সমবায়ী রিক্তা খানম, আকরামুজ্জামান, মোঃ সাব্বির আহমেদ। কোরআন তেলায়োত করেন মোঃ মুনাফ আল জামী ।সভাপতি ও অতিথিরা উপজেলার সেরা সমবায়ী মোঃ সাব্বির আহমেদের হাতে সমাননা ক্রেস্ট তুলে দেয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply