কালের খবরঃ
অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, বিতর্কমুক্ত, অংশগ্রহন মুলক, সর্বজন গ্রহনযোগ্য, উৎসব মুখর নির্বাচন নিশ্চিত করতে হলে ই- ভোটিং ও ব্লক চেইন টেকনোলজি প্রবর্তন করার দাবী জানিয়েছেন জাকের পার্টির কেন্দ্রীয় মহাসচিব শামীম হায়দার।
আজ বৃহস্পতিবার (৩১অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সাংগঠনিক সভায় তিনি এ দাবী জানান।
এ সভায় প্রধান অতিথি হিসাবে জাকের পার্টির মহাসচিব বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা অত্যন্ত জরুরী। সে সাথে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলার জন্য আলাদা কমিশন প্রতিষ্ঠা করা দরকার। সেই সাথে নির্বাচনে কালো টাকার প্রভাব, পেশী শক্তির প্রভাব দূর করতে হবে।
গোপালগঞ্জ জেলা জাকের পার্টি সভাপতি সাজ্জাদ হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত মহাসচিব মাহাবুবুর রহমান হায়দার,
জাতীয় স্থায়ী কমিটির সদস্য হুমায়ুন কবীর, ফরিদপুর সাংগঠনিক বিভাগীয় সভাপতি শামসুল আলম সিরাজ মুন্সী, কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৃষক মহিউদ্দীন, শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাস্তুহারা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আঃ রশিদ, তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতী কাউসার আহমেদ চাঁদপুরী, সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিয়াউর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply