কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে মিনিট্রাক সড়কের খাদে উল্টে চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ট্রাকের সহকারী ।আজ বুধবার(৩০ অক্টোবর)ভোরে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার পোনা এলাকায় এস,এম ফিলিং স্টেশনের সামনে এই দদুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক সুমন মালোর বাড়ি ঢাকা জেলার আশুলিয়া থানার নয়ারহাট গ্রামে।
কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুল হক বলেন, খালি একটি মিনিট্রাক ঢাকা থেকে নড়াইল যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হন। এ ঘটনায় সোহাগ মিয়া নামে একজন গুরুতর আহত হন। ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের ওসি মোঃ আবুল হাসেম মোল্লা বলেন, একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ঘটনাস্থলে একজন নিহত হয় এবং একজন আহত হয়েছে।পরে আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply