কালের খবরঃ
যুব সমাজকে মাদক থেকে দুরে রাখা এবং ভাল কাজে উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল সাইকেল রেস প্রতিযোগিতা ।
আজ শুক্রবার(২৫ অক্টোবর)সকাল সাড়ে ৭টায় গোপালগঞ্জ ৭মার্চ চত্বর থেকে শুরু করে ঘোনাপাড়া হয়ে আবার একই স্থানে গিয়ে এই সাইকেল রেস শেষ হয়। দেশের ৬৪ জেলার ৭৫ জন সাইক্লিস্ট এই সাইকেল রেসে অংশ গ্রহণ করেন।
গোপালগঞ্জ সাইকিলিং কমিউনিটির আয়োজনে অনুষ্ঠিত এই সাইকেল রেসের স্পন্সরে ছিল সাকিব এন্টারপ্রাইজ।
সাইকেল রেস শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার তুলে দেয়া হয়। রেসে চ্যাম্পিয়ান হন ঢাকার মোঃ আসিফ, প্রথম রানার আপ হন আঃ গাফ্ফার এবং দ্বিতীয় রানার আপ হন জিয়াদুল ইসলাম।
প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকারী মোঃ আসিফ বলেন, সারা দেশ থেকে আসা ৭৫জন খেলোয়াড়ের মধ্যে প্রথম হতে পেরে আমার খুব ভালো লাগছে।এই ধরনের আয়োজন প্রতিটা জেলায় হলে সমাজ থেকে মাদক দুর হবে। যুযবকরা খেলাধুলাই মনোযোগী হয়ে উঠবে।
আয়োজক গোপালগঞ্জ সাইকিলিং কমিউনিটির সদস্য সাকিব হোসেন হৃদয় বলেন, যুবসমাজকে মাদক থেকে দুরে রাখেতে এবং সাইকিলিং কমিউনিটিকে ইরো উন্নত করতে আমাদের এই আয়োজন। শুধু গোপালগঞ্জ নয় এই ধরনের আয়োজন সকল জেলায় ছড়িয়ে পরলে একদিন সমাজ থেকে মাদকের ছোবল অদৃশ্য হয়ে
Design & Developed By: JM IT SOLUTION