কালের খবরঃ
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানার প্রভাবে গোপালগঞ্জে অাজ বৃহস্পতিবারও চলছে মুষলধারে বৃষ্টি। সাথে ঝড়ো হাওয়া ও বইছে। আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন।আজ বৃহস্পতিবার সকাল থেকেই জেলার আকাশ জুঁড়ে সৃষ্টি হয় মেঘের। বেলা ১১ টা থেকে জেলায় শুধু হয় মুষলধারে বৃষ্টিপাত। এতে গোপালগঞ্জ পৌর এলাকার সড়কগুলোতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। ফলে চলাচলে ভোগান্তিতে পড়েছে পৌরবাসী। তবে সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছে খেটে খাওয়া মানুষ ও দিন মজুরেররা। বৃষ্টির কারনে গ্রামীণ মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। কাজ করতে পারছেন না তারা। ছাতা মাথায় দিয়ে কাজে বের হতে হচ্ছে সাধারন মানুষকে। বৃষ্টির কারনে চমর ভোগান্তিতে পড়ে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply