
কালের খবরঃ
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানার প্রভাবে গোপালগঞ্জে শুরু হয়েছে বৃষ্টিপাত। সাথে ঝড়ো হাওয়া ও বইছে।আকাশ মেঘলা রয়েছে।
আজ বুধবার (২৩ অক্টোবর) সকাল থেকেই জেলার আকাশ জুঁড়ে সৃষ্টি হয় মেঘের ঘনঘটা। বেলা ১২ টা থেকে জেলায় থেমে থেমে বৃষ্টিপাত শুরু হয়। এতে গোপালগঞ্জ পৌর এলাকার সড়কগুলোতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ফলে চলাচলে ভোগান্তিতে পড়েছে পৌরবাসী। তবে সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছে খেটে খাওয়া মানুষ ও দিন মজুরেররা। বৃষ্টির কারনে কাজ করতে পারছেন না তারা। ছাতা মাথায় দিয়ে কাজে বের হতে হচ্ছে সাধারন মানুষ ও ছাত্র ছাত্রীদের। বৃষ্টির কারনে চরম ভোগান্তিতে পড়ে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা।
Design & Developed By: JM IT SOLUTION