
কালের খবরঃ
উদ্যোক্তা সৃষ্টিতে গোপালগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় তিনটি ট্রেডে ৩শ’ বেকার যুবক-যুবতীকে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে।আজ বুধবার(২৩ অক্টোবর) সকালে যুবউন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ে আয়োজিত এই প্রশিক্ষন কোর্সের উদ্ভোধন করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।প্রশিক্ষন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মোঃ গোলাম কবির।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, ১ মাস মেয়াদী আউটসোর্সিং, ৩মাস মেয়াদী সেলাই প্রশিক্ষন ও ১ মাস মেয়াদী ইউথ কিচেন (রান্না-বান্না) প্রশিক্ষনের দেয়া হবে।এসময় যুব উন্নয়নের সহকারী পরিচালক সাজেদুল হক, মুকসুদপুর যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সায়াদ উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন।
Design & Developed By: JM IT SOLUTION