কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে পূর্ব শক্রতা ও মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় দুই নারীসহ চারজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে গত শনিবার (১৯ অক্টোবর) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামে।
আজ রবিবার (২০ অক্টোবর) দুপুরে হাসপাতালে চিকিৎসা নিতে আসা আহত পারুল বেগম বলেন, তিলছড়া গ্রামের জাকির হোসেনের ছেলে উজ্জ্বল হোসেনের সাথে নজরুল ইসলামের কলেজ পড়ুয়া মেয়ে আছিরা খানমের বিয়ের প্রস্তাব দেয়া হয়।প্রস্তাবটি মেয়ের বাবা নজরুল ইসলাম প্রত্যাখান করলে বিভিন্ন সময় আছিয়াকে উত্যক্ত করে আসছিল। এতে ক্ষিপ্ত হয়ে উজ্জ্বলের মামা ইলিয়াছ মোল্যা জমিজমা নিয়ে নজরুল ইসলামের সাথে বিরোধ শুরু করে। এরই জের ধরে ইলিয়াছ মোল্যা ও তার লোকজন নজরুল ইসলামে বাড়ীতে হামলা চালায়। এসময় পিটিয়ে ও কুপিয়ে নজরুল ইসলাম, তার স্ত্রী পারুল বেগম ও মেয়ে আছিরা খানমসহ চারজনকে আহত করে। পরে পরিবারের অন্যান্য সদস্যরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে মারাত্মক আহত পারুল বেগম ও তার মেয়ে আছিরা খানমকে হাসপাতালে ভর্তি করে চিকিতসা দেয়া হচ্ছে। এ ঘটনায় কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবারটি।
এ ব্যাপারে কাশিয়ানী থানার ওসি মোঃ জিল্লুর রহমান জানিয়েছেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত চলছে। সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply