কোটালীপাড়া প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকারকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার তারাশী গ্রাম থেকে দুই যুবতী নারী ও এক যুবক সহ তাকে আটক করা।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানাগেছে, লক্ষ্মী সরকার উপজেলাতলীর তাড়াশী গ্রামের একটি ভাড়া বাসায় প্রায় দেড় মাস ধরে অন্য যুবতী নারীদের অনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছিল।এ ঘটনায় এলাকাবাসী মৌখিক ভাবে কোটালীপাড়া থানা পুলিশকে অভিযোগ দিলে লক্ষ্মী সরকারসহ অনৈতিক কাজে লিপ্ত থাকার সন্দেহে এই চারজনকে আটক করা হয়। এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এলাকাবাসীর মৌখিক অভিযোগের ভিত্তিতে লক্ষ্মী সরকারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অন্য নারীদের দিয়ে অনৈতিক কাজ করানোর অভিযোগ ছিল। এই কারনে তাকে জিজ্ঞাসাবাদ শেষে ২৯০ ধারায় অভিযোগ দাখিল করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply