কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঐ ছাত্রীর বাবা গতক মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলাসূত্রে জানাগেছে, গত শুক্রবার (৪অক্টোবর) রাতে মাতৃহীন স্কুল ছাত্রী ঘরে বসে বই পড়ছিল। এ সময় তার বাবা পারিবারিক কাছে বাহিরে থাকায় শিশুটিকে ঘরে একা পেয়ে পাশ্ববর্তী বাড়ির ইজিবাইক চালক মনোতোষ মধু (২৪) মেয়েটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। ধর্ষক মনোতোষ মধু উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাখরপাড় গ্রামের মনোরঞ্জন মধুর ছেলে। অপরদিকে ধর্ষণের শিকার স্কুলছাত্রী পাখরপাড় গ্রামের একটি মিশনারী স্কুলের দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করছে। এ ঘটনায় ওই স্কুল ছাত্রী অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন গত রবিবার (৬অক্টোবর) তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ২৫০ শয্যা বিশিষ্ট গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। বর্তমানে ওই শিশুটি গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওই স্কুলছাত্রীর বাবা বলেন, এ ঘটনার পর এলাকার প্রভাবশালীদের দিয়ে আমাদেরকে হুমকি দেওয়ায় মামলা করতে দেরি হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠ বিচার চাই। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, গত মঙ্গলবার স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামী গাঁ-ঢাকা দিয়েছে। তাকে গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply