টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯৫ টি দুর্গাপূজার মন্ডপে নিরাপত্তাযর জন্য ৫৮০ জন আনসার সদস্য নিয়োগ দেয়া হয়েছে। এসব সদস্যরা মন্ডপের নিরাপত্তায় কাজ করবেন।আজ বুধবার (৯ অক্টোবর) সকাল ১১টায় টুঙ্গিপাড়া উপজেলা সদরের হ্যালিপ্যাডে নিয়োগ প্রাপ্ত এসব আনসার সদস্যদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রিফ করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক। উপজেলা আনসার কর্মকর্তা গোলাম হারুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মইনুল হক, তিনি উপস্থিত সকল আনসার সদস্যকে বিভিন্ন প্রকার দিকনির্দেশনা দেয়ার পাশাপাশি সঠিক ভাবে দায়িত্ব পালনের অনুরোধ জানান।
এ সময় আরো বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া থানার পরিদর্শক খোরশেদ আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়। পরে দায়িত্বপ্রাপ্ত সকল আনসার সদস্যদের মাঝে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়। উপজেলা আনসার কর্মকর্তা গোলাম হারুন বলেন,শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্ডপে নিরাপত্ত জোরদার করতে উপজেলার ৯৫ টি মন্দিরে ৫৮০ জন আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। এর মধ্যে প্রতিটি মন্ডপে দুইজন করে ১৯০ জন মহিলা সদস্য রয়েছে বাকীরা সবাই পুরুষ সদস্য।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply