কালের খবরঃ
ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং(সার্ভেয়িং)ডিগ্রীধারী সার্ভেয়ার বা সমমান পদে কর্মরতঃদের অন্যান্য সকল ডিপ্লোমা ডিগ্রীধারীদের ন্যায় বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে দ্বিতীয় দিনের মত পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ।
“কারিগরি শিক্ষার অবমূল্যায়ন, মানি না মানবো না” এই শ্লোগান নিয়ে আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসেকর কায্যালয়ে অবস্থান নেয় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়াররা। পরে সেখানে তারা ১০ম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করে এবং দাবী পুরনে বিভিন্ন শ্লোগন দেন।
বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল ভূমি জরিপ, ভৃমি ব্যস্থাপনা ও ভূমি অধিগ্রহণসহ সরকারের সব উন্নয়নমূলক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত সার্ভেয়ার ও সমমান পদে কর্মরত সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। কিন্তু দীর্ঘদিন ধরে তারা বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছেন।
একই সমমানের প্রকৌশলীরা দশম গ্রেডে কর্মরত থাকলেও ১৪, ১৫ ও ১৬তম গ্রেডে চাকরি করছেন সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। সার্ভেয়ারদের কর্মবিরতির ফলে চরম ভোগান্তিতে পড়েছে সাধারন মানুষ। জমির কাজে জেলা প্রশাসকের কায্যালয়ে এসে ফিরে যেতে হচ্ছে তাদের।
গোপালগঞ্জ সড়ক বিভাগের সার্ভেয়ার শামীম আহমেদ বলেন, আমাদের একটাই দাবী দশম গ্রেড বাস্তবায়ন।দাবী যতদিন না পর্যন্ত বাস্তবায়ন না হবে ততদিন আমরা এই কর্মবিরতি চালিয়ে যাব।কারন হলো দেশের সকল ডিপ্লোমাধারীদের দশম গ্রেড বাস্তবায়িত হয়েছে শুধু আমরা যারা ডিপ্লোমাধারী সার্ভেয়ার আছি তাদের কোন একটা অদৃশ্য কারনে বঞ্চিত করে রাখা হয়েছে।তাই এবারের আমাদের একটাই দাবী দশম গ্রেড বাস্তবায়ন।
জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখার সার্ভেয়ার মোঃ ইউসুফ আলী বলেন, আমাদের কর্মবিরতির ফলে জনগণের ভোগান্তী হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি। কিন্তু আমরা এটা কখনও করতে চাইনি।আমাদের দাবী মেনে নেয়া হোক। যখনই মেনে নিবে ঠিক তখনই কাজে ফিরবো।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply