
কালের খবরঃ
র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, স্থানীয় সরকার বিভাগ ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ কর্মসূচী পালন করে।
আজ রবিবার (৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আজহারুল ইসলাম, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন বক্তব্য রাখেন। এসময় প্রশাসনের পদস্থ কর্মকর্তা, স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন দফতরের প্রধানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অপরদিকে, কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার বক্তব্য রাখেন।
Design & Developed By: JM IT SOLUTION