
কালের খবরঃ
চাকুরী দেয়ার নামে প্রতারণা করে প্রায় ১৮ লাখ টাকা হাতিয়ে নেয়ার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গোপালগঞ্জে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্থরা। মানিকদাহ আশ্রয়ণ প্রকল্পের সকল অসহায় হতদরিদ্র জনগনের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।
আজ রবিবার (৬অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কায্যালয়ের সামনে হাতে হাত ধরে ঘন্টাব্যপী মানববন্ধন কর্মসূচী পালন করে ক্ষতিগ্রস্থরা। এর আগে আশ্রয়ন প্রকল্প থেকে একটি বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কায্যালয়ের সামনে অবস্থান নেয় অভিযোগকারীরা।
অভিযোগ সূত্রে জানাগেছে,, শেখ রেজাউল হক রাজু ও শেখ রিপন নামে দু’ সহোদর পুরাতন মানিকদাহ বাজারে একটি সুপার-শপ করা ও সেখানে চাকুরী দেয়ার নামে মানিকদাহ আশ্রয়ণের ১২০জন বাসিন্দার কাছ থেকে বিভিন্ন প্রলোভন দিয়ে বিভিন্ন অংকের অন্তঃত ১৮ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। একটু বাড়তি আয়ের আশায় এসব অসহায় মানুষগুলোও অংশীদার ব্যবসায়ী হিসেবে স্ট্যাম্পের উপর তাদেরকে টাকা দিয়েছেন। এরপর তারা দু’ভাই সুপারশপের ডেকোরেশন করে কিছু মালামালও উঠায়। কিন্তু পরবর্তীতে লাভ দূরে থাক, আসল টাকা ফেরত চাইলেও তারা তা না দিয়ে নানা টালবাহানা শুরু করে; এমনকি নানা হুমকি-ধমকিও দিয়েছে। এভাবে বিগত ৮-৯ মাস ধরে তারা এসব অসহায় মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন।

ক্ষতিগ্রস্থ খাদিজা বেগম বলেন, শহরের বড় বাজারের ব্যবসায়ী রেজাউল করিম রাজু ও রিপন শেখ তিব্বত কোম্পানীর ডিলার। এই তিব্বত কোম্পানীর লোভ দেখিয়ে আমাদের কাছ থেকে টাকা নেন। সেখান থেকে যে লাভ হবে তা দিয়ে আমাদের চাউল কিনে দেবে ও চাকুরী দিবে। কিন্তু টাকা নেয়ার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। আমরা আমাদের টাকা ফেরত চাই।
ক্ষতিগ্রস্থ ওলিয়ার মোল্যা বলেন, গোপালগঞ্জ শহরের বড় বাজারের ব্যবসায়ী রেজাউল করিম রাজু ও রিপন শেখ চাকুরী দেয়ার কথা বলে মানিকদাহ আশ্রয়ণ প্রকল্পের ১২০ জনকে নিয়ে একটি সমিতি করেন। পরে তাদের কাছ থেকে বিভিন্ন অংকের প্রায় ১৮ লাখ টাকা নেন। এরপর থেকে তাদেরকে আর চাকুরী না দিয়ে টালবাহানা শুরু করে। পরে টাকা ফেরত চাইলে তারা পালিয়ে যায়। প্রতারক রেজাউল করিম রাজু ও রিপন শেখকে গ্রেপ্তার করে টাকা ফেরত পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।
অপর ক্ষতিগ্রস্থ তৌহিদ শেখ বলেন, এব্যাপারে থানার দ্বারস্থ হয়েও কোন লাভ হয়নি। তাই তারা বাধ্য হয়ে উক্ত টাকা ফেরতসহ ওই দু’ভাইয়ের বিচার দাবীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানব-বন্ধন কর্মসূচী পালন করছি।আশাকরি জেলা প্রশাসক পদক্ষেপ গ্রহণ করে আমাদের টাকা ফেরৎ পাওয়ার ব্যবস্থা নিবেন।
Design & Developed By: JM IT SOLUTION