
কালের খবরঃ
গোপালগঞ্জ সদর উপজেলার শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করে।গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জ্যোতি প্রকাশ মল্লিক, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা উজ্জ্বল বিশ্বাস, গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ির সভাপতি রমেন্দ্রনাথ সরকার,

গোপালগঞ্জ শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিভূতি রায়, উদায়ন সংঘ পূজা মন্ডপ কমিটির সদস্য বরুণ কুমার সাহা, বাজার যুব সংঘের জয়দেব সাহাসহ বিভিন্ন পূজা মন্ডপ কমিটির সদস্যগণ বক্তব্য রাখেন। সভায় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণসহ শান্তিপূর্ণ পরিবেশে পূজা করতে হিন্দু সম্প্রদায়ের মানুষদের অনুরোধ করা হয়।এ বছর গোপালগঞ্জ সদর উপজেলায় ৩৫১ একটি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে বলে সভা থেকে জানানো।
Design & Developed By: JM IT SOLUTION