
কালের খবরঃ
গোপালগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর)দুপুরে স্থানীয় পৌর পার্কের সামনে আয়োজিত এই গণ-সমাবেশে অনুষ্ঠিত হয়।গোপালগঞ্জ সদর থানা শাখার উদ্যোগে অনুষ্ঠিত এই গণ-সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা আবদুল আউয়াল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সুরা সদস্য মুফতি ইমরান হুসাইন।অন্যান্যের মধ্যে ইঞ্জিনিয়ার মোঃ মারুফ শেখ মুফতি দিদারুল আলম, অ্যাডভোকেট মিজানুর রহমান, মাওলানা তসলিম হুসাইন সিকদার, নুর ইসলঅম শেখ লেলিন প্রমূখ বক্তব্য রাখেন।।গণ সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ সদর থানা শাখার সভাপতি মাওলানা জসিমউদ্দিন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা আবদুল আউয়াল বলেন, সামনের নির্বাচন দূর্নীতি মুক্ত, কারচুপি মুক্ত নির্বাচন চাই। আমরা পিআর পদ্ধতির নির্বাচন চাই। নির্বাচনে কোন প্রার্থী থাকবে না শুধু মার্কা থাকবে, দল থাকবে। তাহলে নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তি ব্যবহার করতে পারবে না। ভোটারা মার্কায় ভোট দিবে, দলকে ভোট দিবে, সারা বাংলাদেশের ভোটের সংখ্যার শতকরার উপর সংসদে প্রতিনিধি নির্বাচন করবে দল।
Design & Developed By: JM IT SOLUTION