টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
টুঙ্গিপাড়া থানার নতুন (পরিদর্শক) ওসি মো. খোরশেদ আলম বলেছেন, প্রতিবারের ন্যায় এবারও টুঙ্গিপাড়া উপজেলার প্রতিটা পূজা মন্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা উপলক্ষে উপজেলার ৯৫ টি মন্দিরেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আশা করি কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না। গতকাল রবিবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
নতুন ওসি আরও বলেন, টুঙ্গিপাড়ায় মাদক, জুয়া ও চুরির কোন ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। টুঙ্গিপাড়াবাসী সবসময় সুন্দরভাবে আইনশৃঙ্খলা বজায় রেখেছে, আগামীতেও রাখবে এটাই আমার প্রত্যাশা। সেই সাথে আইনশৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতাও চেয়েছেন তিনি।
টুঙ্গিপাড়া থানায় আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান শেখ, সহ-সভাপতি হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সজল সরকার, ভোরের কাগজের সফিকুল ইসলাম, বাংলাদেশ সময়ের এসএম বিপুল ইসলাম, প্রতিদিনের সংবাদের রকিবুল ইসলাম সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply