
কালের খবরঃ
বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করা হয়েরেছ।
প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার এই স্লোগানে আজ রবিবার (২৯ সেপ্টেম্বর)গোপালগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে, আলোচনাসভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন।
গোপালগঞ্জ শিশু একাডেমির হলরুমে আয়োজিত এ কর্মসূচীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মহম্মদ কামরুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা শিক্ষা কর্মকর্তা শামীম আহম্মেদ, সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক শিশু সুরক্ষায় জাতি সংঘের যে সনদ রয়েছে সে অনুযায়ী সকলকে কাজ করার আহবান জানিয়ে বলেন,শিশুদেরকে দিয়ে যারা অপরাধ করাচ্ছন তাদের কঠোর হস্তে দমন করা হবে। মাদকের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের নির্মূল করা হবে। আগামী ৫ অক্টোবর পুরস্কার বিতরনীর মধ্য দিয়ে শিশু দিবসের কর্মসূচী শেষ হবে
Design & Developed By: JM IT SOLUTION