
কালের খবরঃ
গোপালগঞ্জে বিদ্যুৎস্পর্শে জামাল সরদার (৫০) নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতি গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানাগেছে, আজ সন্ধ্যায় বৃষ্টির মধ্যে নিজ বাড়ীর কাজ দেখতে ছাতা নিয়ে ছাদে যান জামাল। এসময় বাড়ীর উপর দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের সাথে ছাতার সংযোগ হলে বিদ্যুতায়িত হয়ে মারাত্মক আহত হন। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জামাল সরদার ওই এলাকার খালেক সরদারের ছেলে। সে ঢাকার নবাবপুরে ইলেকট্রিক্যালের ব্যবসা করেন।
Design & Developed By: JM IT SOLUTION