মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে নির্মম হত্যাকান্ডের প্রতিবাদে ও বিচার দাবিতে আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও নগর সুন্দরদী গ্রামবাসী। এর আগে মুকসুদপুর কলেজ মোড় থেকে এই হত্যার প্রতিবাদে একটি মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মুকসুদপুর থানার সামনে শেষ করে। সেখানে হাতে হাত রেখে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে তারা। এসময় সন্দেহভাজন অভিযুক্ত হত্যাকারী নাজমুল হক ঠাকুর বাদলের ফাঁসির দাবি জানায় তারা।
এর আগে গত মঙ্গলবার ( ২৪ সেপ্টেম্বর ) বিকালে মুকসুদপুর পৌরসভার নগর সুন্দরদী গ্রামের ঠাকুরবাড়ি সংলগ্ন গোরস্থান পুকুর থেকে খুরশিদা আক্তারের লাশ উদ্ধার করা হয়। এর আগে গত ২১ সেপ্টেম্বর তারিখে ঐ নারী বাড়ি থেকে নিখোঁজ হয়। সে ওই গ্রামের গ্রামের সিরাজ ঠাকুরের মেয়ে।মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল জানান, নগর সুন্দরদী গ্রামের খুরশিদা আক্তার হত্যার প্রতিবাদে এলাকাবাসী শান্তিপূর্ণভাবে মাববন্ধন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সন্দেহভাজন ব্যক্তি পলাকত রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য গতকাল মঙ্গলবার গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের চারদিন পরে পুকুর থেকে খুরশিদা আক্তার (৩৭) নামে এক নারীর দুই পায়ে ইট বাধা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply