
কাশিয়ানী প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ১৪ টি ইউনিয়নের দুর্গা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদক ও প্রতিনিধিদের নিয়ে কাশিয়ানী থানা পুলিশ মত বিনিময় সভা করেছে। আজ রবিবার (২২ সেপ্টেম্বর ) বেলা ১১ টায় থানা চত্বরে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার ১৪ টি ইউনিয়নের ২৩২ টি পুজা মন্দিরের আইন শৃংখলা বজায় রাখতে এবং সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গা উৎসব যাতে সুন্দর ভাবে শান্তিপূর্ণ পরিবেশে করতে পারে সেই জন্য কাশিয়ানী থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ সফিউদ্দিন খানের সভাপতিত্বে উপজেলার সকল পূজা মন্ডপের কমিটির প্রতিনিধিদের সাথে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কাশিয়ানী থানার উপ-পরিদর্শক মোঃ ওবায়দুর রহমানের সঞ্চালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন,কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নিজামুল আলম,সাবেক উপ সচিব নলীনি বসাক,হাতিয়াড়া ইউ পি চেয়ারম্যান দেবদুলাল বিশ্বাস,রমনী সরকার প্রমূখ।
Design & Developed By: JM IT SOLUTION