
কালের খবরঃ
গোপালগঞ্জে সাবেক আইজিপি বেনজীর আহমেদের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের অফিস কক্ষ থেকে কম্পিউটার সিপিইউ ও মনিটর চুরির ঘটনা ঘটেছে। গত ১২ জুন(বুধবার রাতে)চুরির ঘটনায় বিভিন্ন গ্রামের ৫জনের নাম এবং আরো কয়েকজনকে অজ্ঞাত উল্লেখ করে গোপালগঞ্জ সদর থানায় মামলা করা হয়।বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যায় মামলাটি দায়ের করেন সাভানা রিসোর্টের ম্যানেজার(এইচআর)মো. সারোয়ার হোসেন।(মামলা নং-২৯, তাং-১৩.০৬.২০২৪)।মামলায় আসামী করা হয়েছে,মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন গ্রামের ৫জন সহ আরো কয়েকজন।গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক(তদন্ত)হারুন-অর-রশিদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় উল্লেখ করা হয়েছে গত বুধবার দিবাগত রাতে আসামীরা পরষ্পর যোগসাজসে পার্কের ৩টি কম্পিউটারের সিপিইউ ও একটি মনিটর নিয়ে পালিয়ে যায়।পরে পার্কের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখে আসামীদের সনাক্ত করে তিনি মামলাটি দায়ের করেন। মামলার বাদী সিসিটিভি ফুটেজ প্রমান স্বরুপ থানায় জমা দিয়েছেন। তিনি আরো বলেন, মামলাটি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, গত ৮ জুন অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অভিযুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জে করা সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের দায়িত্ব আদালতের নির্দেশে বুঝে নেয় জেলা প্রশাসন সহ অন্যান্য রিসিভাররা।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. হারুন-অর-রশিদ জানান, বুধবার (১২ জুন) রাতে সাভানা পার্কের ৩টি কম্পিউটারের সিপিইউ ও একটি মনিটর চুরি হয়। পরে পার্কের সিসি ক্যামেরার ফুটেজে দেখে আসামীদের সনাক্ত করে ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো কয়েকজনকে আসামী করে মামলাটি দায়ের করা হয়। এ ঘটনায় মামলার বাদী সিসিটিভি ফুটেজ প্রমান হিসাবে থানায় জমা দিয়েছেন।তিনি আরো জানান, মামলাটি আমলে নিয়ে তদন্ত কাজ শুরু করা হয়েছে। তদন্ত শেষে দ্রুত আসামীদের গ্রেফতার করা হবে।
Design & Developed By: JM IT SOLUTION