কালের খবরঃ
গোপালগঞ্জে পবিত্র ঈদুল উল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ব্যতিক্রমী নকশা ও আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে। এই ঈদগাহে ৩০ হাজার মুসল্লি একসঙ্গে ঈদের জামাত আদায় করতে পারবেন।
আগামীকাল রবিবার (১০ জুলাই) সকাল সাড়ে ৭টায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রধান এ জামাতে ইমামতি করবেন মাওলানা হাফিজুর রহমান। প্রধান ঈদের জামাতকে কেন্দ্র করে কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে সকল প্রস্তুতি শেষ করেছে পৌর কর্তৃপক্ষ।
এছাড়া ঈদগাহ ময়দানে আলাদাভাবে নারীদের জন্য ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। তবে আবহাওয়া প্রতিকূলে থাকলে প্রধান জামাত কেন্দ্রীয় কোর্ট মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এছাড়া ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায় থানাপাড়া জামে মসজিদে এবং সকাল সাড়ে ৮টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জ ছালেহিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে। প্রধান জামাত ছাড়াও আধা ঘন্টা পরপর পুলিশ লাইন মাঠ, বেদগ্রাম জামে মসজিদ, গেটপাড়া জামে মসজিদ, মোহাম্মদপাড়া জামে মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদে সুবিধামত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এদিকে জেলার মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায়ও একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে।#
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply