কালের খবরঃ
ভাইয়ের বিয়েতে বরযাত্রী যাওয়ার উদ্দেশ্যে শ্বশুরবাড়ি থেকে ভ্যানে করে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন প্রমিলা রায় (৩৫)। কিন্তু পথিমধ্যে পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমফোর্ট লাইন নামের একটি বাসের ধাক্কায় ভ্যান থেকে ছিটকে পরে মারা যান তিনি। শুক্রবার (৮ জুলাই)বিকালে টুঙ্গিপাড়া উপজেলার শেখ লুৎফর রহমান সেতুর উপর এ দূর্ঘটনাটি ঘটে। এতে মৃত প্রমিলা রায়ের স্বামী প্রভাষ রায় (৪০), শ্বশুর মন্মথ রায় (৭০) ও ছেলে আহত হয়।স্বামী প্রভাষ রায়ের অবস্থা আশঙ্কাজনক। তাকে গোপালগঞ্জ আড়াই শ’ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া প্রমিলা রায়ের শ্বশুর ও ছেলে টুঙ্গিপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এতথ্য নিশ্চিত করে জানিয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ দিবাকর বিশ্বাস ও থানার পরিদর্শক (তদন্ত) তন্ময় মন্ডল।
পুলিশের ওই কর্মকর্তা জানান, ভাইয়ের বিয়েতে বরযাত্রী হতে চিতলমারী উপজেলার আশাবুনিয়া গ্রাম থেকে ভ্যানে করে শ্বশুর, স্বামী ও ছেলেকে নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার কাকইবুনিয়া গ্রামে যাচ্ছিলেন প্রমিলা রায়। তাদের ভ্যান শেখ লুৎফর রহমান সেতুর উপর উঠলে পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমফোর্ট লাইনের একটি বাস তাদের বহনকারী ভ্যানটিকে পিছন থেকে ধাক্কা দেয়। ভ্যানের সকলে সেতুর উপর ছিটকে পড়েন। এসময় ব্রিজের পিলারের সাথে মাথায় আঘাত লেগে প্রমিলা ঘটনা স্থলেই মারা যান। পরে পুলিশ ও এলাকাবাসী আহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রমিলার স্বামীকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। এছাড়া বাকি দুজন টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই প্রমিলার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি তন্ময় মন্ডল।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply