কাশিয়ানী প্রতিনিধিঃ
বাংলা নববর্ষ উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে অনুষ্ঠিত হলো তৈলাক্ত কলা গাছ বেয়ে ওঠা, লাঠি খেলা, সাপ খেলা ও চোখ বেঁধে হাঁস ধরা প্রতিযোগীতা। ভিন্নধর্মী এই গ্রামীন খেলার আয়োজন করে প্রেসক্লাব কাশিয়ানী।
এক সময় পহেলা বৈশাখসহ বিভিন্ন অনুষ্ঠানে গ্রাম বাংলার এসব ঐতিহ্যবাহী গ্রামীন খেলাগুলো অনুষ্ঠিত হতো। এসব খেলাধুলা আমাদের সংস্কৃতির ঐতিহ্য বহন করে আসছে যুগ যুগ ধরে। কিন্তু উন্নত প্রযুক্তি আর আধুনিকতার ছোঁয়ায় গ্রামগঞ্জ থেকে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী খেলাগুলো। এখন কালেভন্দ্রে কিছু কিছু জায়গায় গ্রামীণ এসব খেলা অনুষ্ঠি হলেও বিলুপ্ত হতে হতে আজ এর অস্তিত্ব খুঁজে পাওয়াই বেশ কঠিন।
তাই এসব গ্রামীন সংস্কৃতি ধরে রাখতে রবিবার (১৪ এপ্রিল) বিকালে কাশিয়ানী উপজেলা পরিষদের সামনে এসব গ্রামীন খেলার আয়োজন করা হয়। গ্রামীণ খেলাধুলার মধ্যে ছিল তৈলাক্ত কলা গাছ বেয়ে ওঠা, লাঠি খেলা, সাপ খেলা ও চোখ বেঁধে হাঁস ধরা।
এসব প্রতিযোগীতায় কাশিয়ানীর বিভিন্ন গ্রাম এলাকার শতাধিক প্রতিযোগী অংশ নেন। আর এ গ্রামীন খেলা দেখতে অনুষ্ঠান স্থলে ভীড় জমায় শিশু নারীসহ বিভিন্ন বয়সের দর্শনার্থীরা। অনুষ্ঠান স্থল পরিনত হয় মিলন মেলায়। আর এসব গ্রামীন খেলা দেখতে পেরে খুশি দর্শনার্থীরা।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply