কালের খবরঃ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গোপালগঞ্জে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ শিশু একাডেমি এই প্রতিযোগীতার আয়োজন করে। শুক্রবার (২২ মার্চ) বিকালে শিশু একাডেমির প্রশিক্ষণ কক্ষে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। শিশুশ্রেণি থেকে দশম শ্রেণী পর্যন্ত তিনটি বিভাগ এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের একটি বিভাগসহ মোট ৪টি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিশু বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধসহ বাংলার প্রাকৃতিক দৃশ্য রং তুলিতে ফুটিয়ে তোলে। প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে আগামী ২৬ মার্চ পুরস্কার বিতরণ করা হবে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply