কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩শতাধিক প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) উপজেলার বান্দল গ্রামে মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশন কার্যালয়ে বসে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন।এ সময় কাউন্সিলর রকিবুল ইসলাম, মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ লাভলু শেখ, সাধারণ সম্পাদক বশির বিন সামচুদ্দিন,
ব্যবসায়ী মনিরুজ্জামান ঘরামী উপস্থিত ছিলেন।মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ লাভলু শেখ বলেন, প্রতি বছরের মতো এবছরও মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩ শতাধিক প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এর আগেও প্রতিবন্ধী, ভ্যান চালক ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্রসহ খাদ্যসামগ্রী, ঔষধ ও নগদ অর্থ বিতরণ করেছি। আমার এ ধরনের কর্মকান্ড আগামীতেও অব্যাহত থাকরে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply