টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
রূপপুর পাওয়ার প্রজেক্ট শেষ করতে পারাটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
বুধবার (১৭ জানুয়ারি) বেলা ১১ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, আমাদের মূল গোল রূপপুর পাওয়ার প্রজেক্ট। সেটা শেষ করতে পারাটা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করি। তাও প্রায় শেষের কাছে। সুতরাং এটাও পারব। আর্মি ও সিভিলিয়ান মিলিতভাবে এটাকে পরিচালনা করছি।
মূলত এটার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে চতুর্থবার আমার ঘাড়ে জোয়াল চাপিয়েছেন এটাই বলব।
স্থপতি ইয়াফেস ওসমান বলেন, বঙ্গবন্ধু কন্যা বলেছেন দেশটা করাপশন মুক্ত হবে, আমরা সেই পথেরই পথিক। এপর্যন্ত যেভাবে আমরা কাজকর্ম করেছি তার ছোট্ট একটি উদাহরণ হলো এখানে প্রথম শ্রেণীর চাকরিতে প্রায় ১৬’শ ছেলে-মেয়ে নেওয়া হয়েছে। আর তাতে কেউ এক পয়সাও ঘুষ খায়নি। মূলত এই প্রকল্পটি হওয়া মানে বাংলাদেশ অন্য জায়গায় চলে যাওয়া। বিশ্বের পারমাণবিকধারী ৩৩ তম দেশ হবে বাংলাদেশ।
স্মার্ট বাংলাদেশ গড়াা প্রসঙ্গে মন্ত্রী ইয়াফেস বলেন, স্মার্ট বাংলাদেশ বানাবো আর ইলেক্ট্রিসিটি দিতে পারবো না এটা প্রশ্নই ওঠেনা। ২০২৪ সালে প্রায় ২৪০০ মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন করবো। এছাড়া আমরা নিউক্লিয়ার নিয়ে কাজ করছি। এর চাইতে বড় স্মার্ট আর কি হতে পারে। বঙ্গবন্ধু কন্যা স্মার্ট বাংলাদেশ পরিচালনা করার জন্য যে যোগ্য মানুষ সেটা ওনার চিন্তা থেকেই বোঝা যায়। এটার খরচ হবে এক লক্ষ ১৪ হাজার কোটি টাকা। বাংলাদেশে এত বড় প্রকল্প আজ পর্যন্ত হয় নাই। এটাকে শেষ করতে পারলে বাংলাদেশ স্মার্ট না স্মার্টেস্ট দেশ হয়ে যাবে।
এরআগে মন্ত্রী টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।পরে তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থেকে মহান নেতার প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।
পবিত্র ফাতেহা পাঠ করে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনা করেন।
এ সময় প্রর্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের জন্য ।শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী বঙ্গবন্ধু সমাধিসৌধের বিশ্রামাগারে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তিনি ।
এসময় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আফতাব আলী শেখ, বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের মহা-পরিচালক মোহাম্মদ মুনীর চৌধূরী, রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর, পারমানবিক নিরাপত্তা ও ভৌত সুরক্ষা সেলের প্রধান সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল ইরফানুল হক সহ মন্ত্রণাল,অধিদপ্তরের পদস্থ কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply