কালের খবরঃ
গোপালগঞ্জে চায়নাদুয়ারী ও কারেন্টজাল বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ৪ব্যবসায়ীকে ১লক্ষ ৫হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। এসময় তাদের দোকানে মজুদকৃত ৩৩হাজার মিটার কারেন্ট ও চায়নাদুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার বাজার মূল্য ৮লক্ষ ২৫ হাজার টাকা।
আজ সোমবার (৩০ জুন) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ও উলপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব জরিমানা ও সাজা দেয়া হয়। অভিযান পরিচালনা করেন, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক রাসেল মুন্সী। এসময় জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, সহকারী মৎস্য কর্তকর্তা মোঃ সায়েদুল ইসলাম ভূইয়া ও আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক রাসেল মুন্সী জানিয়েছেন, গোপান সংবাদ ছিল বৌলতলী বাজের ব্যবসায়ী সত্যেন বালা ও পলাশ বালা এবং উলপুর বাজারের ব্যবসায়ী কাজী আবুল কালাম ও শিবাজিৎ বিশ্বাস অবৈধ কারেন্টজাল ও চায়নাদুয়ারী জাল বিক্রি করেন। এই অভিযোগের ভিত্তিত্বে অভিযান চালিয়ে ৪টি দোকান থেকে ৩৩হাজার মিটার অবৈধ জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এর বাজার মূল্য ৮লক্ষ ২৫ হাজার টাকা।
তিনি আরো বলেন, উলপুর বাজারের ব্যবসায়ী পলাশ বালাকে ১৫দিনের বিনাশ্রম করাদন্ড ও ২হাজার টাকা জরিমানা এবং বৌলতলী বাজারের ব্যবসায়ী শিবাজিৎ বিশ্বাসকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। এছাড়া ব্যবসায়ী কাজী আবুল কালামকে ১লক্ষ টাকা ও সত্যেন বালাকে ৩হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে রলেও মন্তব্য করেন এই বিচারক। সাজাপ্রাপ্তদের পুলিশের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply