কালের খবরঃ
গোপালগঞ্জে কাঠ পুড়িয়ে অবৈধ কয়লা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোহালা গ্রামে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এই অভিযান চালায়। গত শনিবার (২৮ জুন)বিকেল থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত যৌথ অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠান ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিরুদ্ধ দেব রায় ও পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
কর্মকর্তাদ্বয় জানান গোপীনাথপুর গ্রামের আলমগীর দীর্ঘদিন ধরে অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরী করে আসছিল। তারা বায়ূ মন্ডলে কার্বনডাইঅক্সসাইড ছড়িয়ে পরিবেশ দূষন ঘটাচ্ছিল। এটি জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটির সব গুলো বার্ণার ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। ভাঙ্গা শেষ হলে ফায়ার সার্ভিসের সদস্যরা পানি ছিটিয়ে বার্ণার গুলোর আগুন নিভিয়ে দেয়।
এ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখ।এতে আনসার ব্যাটেলিয়ন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply