কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ৬ শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছে। আজ সোমবার (৩০জন) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ধুসর ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, আজ সোমবার সকালে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর আছড়ে পড়ে। এতে ৬ শিশুসহ ২০জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। মারাত্মক আহত ১৮জনকে কাশিয়ানী উপজেলা একশ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো তাহসিন (৪), সুজন (২৭), সোহান শেখ (১৮), আসমা আক্তার (৩৫), উর্মি (২৫), সুজাতা হাওলাদার (৩৫), সাজিদ (২৬), রাবেয়া বেগম (২৬), ফাতেমা বেগম (৩২), সুজন (২৭), তানজিনা (২৫), সিয়াম (১৬), মেহেদী হাসান (২৬), তামদিজ (৪), আসাদুল (৩৫) ও আকলিমসহ (২৬) ১৮জনকে কাশিয়ানী উপজেলা ১০০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসময় ঢাকা- খুলনা মহাসড়কে প্রায় এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনা কবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নিয়ে পুনরায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়। অহতরা অধিকাংশ খুলনা ও আশপাশ এলাকার বাসিন্দা।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply