কালের খবরঃ
দেশের বিভিন্ন স্থানের মতো গোপালগঞ্জেও দেখা দিয়েছে পেট্রোল সংকট। জেলার ফিলিং স্টেশনগুলোতে পেট্রোলের সংকট দেখা দেয়ায় বিপাকে পড়েছেন যানবাহন মালিকরা। ঈদের পর থেকে গত কয়েক দিন ধরে জেলার বেশীর ভাগ ফিলিং স্টেশনে পেট্রোল সল্পতা দেখা দেয়।যা এখনও চলমান রয়েছে। এতে চরম ভোগান্তীতে পড়েছেন যানবাহন মালিক ও চালকরা। হঠাৎ করে পাম্পে পেট্রোল সংকট দেখা দেয়ায় বাধ্য হয়ে অকটেন ব্যবহার করছেন তারা । এতে খরচ বেশী হচ্ছে বলে ।
গোপালগঞ্জ জেলা সদরের নিগি, হাজেরা, মিতা, দোলা, গোপালগঞ্জ ফিলিং স্টেশনসহ বেশ কয়েকটি পাম্প ঘুরে দেখা গেছে সেখানে মোটরসাইকেল ও প্রাইভেট কার নিয়ে অনেকেই পেট্রোল কিনতে এসেছেন। কিন্তু এসব ফিলিং স্টেশন থেকে ক্রেতাদের বলা হচ্ছে পাম্পে কোন পেট্রোল নেই।নিলে অকটেন নিতে পারেন। বাধ্য হয়ে তারা অকটেন কিনে ফিরছেন।
নিগি ফিলিং স্টেশনের ম্যানেজার আলী আহমেদ ফরাজী জানিয়েছেন, বিগত ৪/৫দিন আগে থেকে আমাদের পাম্পে পেট্রোল শেষ হয়েছে। খুলনার যমুনা ডিপো থেকে পেট্রোলে আনি। সেখানে কোন সরবরাহ নেই। এই কারনে আমাদের দিতে পারছে না। কবে নাগাত পাবো তাও নিশ্চিত না।
তবে নাম প্রকাশ না করার সর্তে বেশ কয়েকজন পেট্রোল পাম্প পরিচালনার দায়িত্বে থাকা কর্তৃপক্ষ জানিয়েছেন, ডিপো থেকে পেট্রোল সরবরাহ বন্ধ থাকায় এই সংকটের সৃষ্টি হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION