কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্মার্ট বাংলাদেশে বিনির্মাণে করণীয় শীর্ষক দিনব্যাপী কর্মাশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) এর আয়োজনে প্রতিষ্ঠানটির কনফারেন্স রুমে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।বাপার্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাঃ বোরহানুল হক মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উস্থিত থেকে দিনব্যাপী এ কর্মাশালার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক মোঃ ফেরদৌস হোসেন খান,কুমিল্লা বার্ডের পরিচালক আব্দুল আল মামুন, বাপার্ডের পরিচালক কৃষিবিদ মোঃ মাহমুদুন্নী, যুগ্ম পরিচালক মোঃ আব্দুল গনি ও উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ তোজাম্মেল হক,সহকারী পরিচালক শেখ নাইমুর রহমান ও সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস বক্তব্য রাখেন।কর্মশালায় বাপার্ড ও উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply