টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
প্রার্থীতা ফিরে পেয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চলচ্চিত্র নায়িকা মাহিয়া মাহি । তিনি মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করে।
শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।এ সময় ভাষাণ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক নাজমুল করিম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ এলাকার জনগন উপস্থিত ছিলেন।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কমপ্লেক্স এ্যাডমিন ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
পরে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলাম পাইনি। তাই স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আর এই মাঝিদের মাঝ থেকে জনগণ আসল মাঝিকে বেছে নিবেন। এভাবেই আমি এগোচ্ছি। তিনি বলেন আমি এখানে এসে জাতির জনকের সমাধিতে ফুল দিলাম, দোয়া চাইলাম। এখান থেকেই আমার নির্বাচনী কাজ শুরু। কারন জ্ঞান হওয়ার পর থেকে আমি তাঁর আদর্শ অন্তরে লালন করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ অনুসরন করি। তাই এখানে না এসে আমার কিছুই শুরু হতে পারে না। আওয়ামীলীগের মনোনয়ন প্রশ্নে তিনি বলেন, মনোনয়ন পাওয়াটা ছিলো আগের প্রসেস। সোমবার (১১ ডিসেম্বর) শুনানী শেষে আমার মনোনয়নপত্র বৈধ হয়েছে এবং প্রার্থীতা ফিরে পেয়েছি। কালকে (সোমবার) আসা সম্ভব হয়নি তাই মঙ্গলবার এখানে এসেছি। এখান থেকে একালায় যাব এবং নির্বাচনী কার্যক্রম শুরু করবো।
মাহিয়া মাহি আরো বলেন, আমি প্রার্থী হয়েছি এলাকার মানুষের জন্য। এলাকার মানুষ আমাকে জোর করে বলেছেন নির্বাচনে প্রার্থী হতে বা নির্বাচনে আসতে। তারা বলেন আপনি আমাদের মেয়ে আমরা আপনাকে জয়ী করবো।সেই লক্ষে এবং তাদের পিড়াপিড়িতে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। ইনশাল্লাহ আমি জয়ী হয়ে তাদের শাসক নয় সেবক হবো এবং এলাকার মানুষদের সেবা দিব।আমার বিশ্বাস আমি বিজয়ী হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মায়ের মমতায় বরণ করে নিবেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply