কালের খবরঃ
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি গোপালগঞ্জ ইউনিটের ৫১তম সাধারন সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।শনিবার(০২ ডিসেম্বর) সকালে গোপালগঞ্জ রেডক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে শিল্পকলা একাডেমির শেখ ফজলুল হক মনি স্মৃতি অডিটরিয়ামে এই সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।রেডক্রিসেন্ট সোসাইটি গোপালগঞ্জ ইউনিটের চেয়ারম্যান ও গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুন্সি মোঃ আতিয়ার রহমানের সভাপতিত্ব ইউনিটের সেক্রেটারী সিকদার নূর মোহাম্মদ দুলু সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় আজীবন ও সাধারন সদস্যগন এ সময় উপস্থিত ছিলেন।
সভায় জেলা ইউনিটের বিগত সময়ের কার্যবিবরনী ও হিসাব সকলের সামনে তুলে ধরা হয়।পরে গোপালগঞ্জ ইউনিটের নতুন কমিটি ঘোষনা করা হয়।বিগত কমিটির নেতৃবৃন্দকে সকলে আগামী ২০২৪-২০২৬ সাল পর্যন্ত পুনরায় দায়িত্ব পালনের জন্য উপস্থিত সদস্যরা হাত উচিয়ে সমর্থন করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply