কালের খবরঃ
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জীবনী নিয়ে ‘মুজিব-একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি প্রদর্শিত হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) দেশব্যাপী ১৫৩টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্ম স্মৃতিধন্য জেলা গোপালগঞ্জ জেলা সদরেরশেখ ফজলুল হব মনি স্মৃতি মিলনায়তনে ও টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বিনামূল্যে চলচ্চিত্রটি প্রদর্শণ করা হচ্ছে। প্রদর্শনীতে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, সামাজিক – সাংস্কৃতিকনেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেষার মানুষ এই বায়োপিক উপভোগ করেন।
গোপালগঞ্জ জেলা উদীচীর সভাপতি নাজমুল ইসলাম বিশেষ করে যারা বঙ্গবন্ধুকে দেখেননি বা এই প্রজন্মের ছেলে-মেয়ে তারা বঙ্গবন্ধু সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পেরেছে। আমরা যারাশোটিদেখেছি তারাও অনেক অজানা কথ্য জানতে পারলাম।
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, মুজিবঃ একটি জাতির রুপকার এই বায়োপিকটি গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় ফ্রিতে মানুষদের দেখানো হচ্ছে । এটি সপ্তাহ ব্যাপী দেখানো হবে। বঙ্গবন্ধুর জন্মধন্য গোপালগঞ্জের মানুষ তাদের ছেলেকে বা নেতাকে নিয়ে নির্মাণ করা চলচিত্রটি দেখেছেন। অনেক শুশী হয়ে অনুষ্ঠান স্থল ত্যাগ করেছেন।
তিনি আরো বলেন,গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি অডিটোরিয়ামে শুক্রবার সন্ধ্যা ৩ টা খেকে সন্ধ্যা ৬ টা প্রথম শো এবং ২য় শো হবে সন্ধ্যা সাড়ে ৬ টা হতে রাত সাড়ে ৯ টা পর্যন্ত। ১৪ হতে ১৯ অক্টোবর পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৬ টা হতে রাত সাড়ে ৯ টা পর্যন্ত ১টি করে শো দেখানো হবে।এদিকে, টুঙ্গিপাড়া উপজেলা মিলনায়তনে সন্ধা সাড়ে ৬ থেকে রাত সাড়ে ৯ পর্যন্ত ১ টি শো এবং ১৪ হতে ১৯ অক্টোবর পর্যন্ত সকাল ৯ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত একটি করে শো দেখানো হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply