বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের জন্য সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে অবহিতকরণ সভা-৩ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২০ জুন)সকাল ১১টায় একাডেমিক ভবনের ৫০১নং কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এপিএ সেলের আয়োজনে শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের জন্য সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিদের অংশগ্রহণে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্বাবিদ্যালয়ের ট্রেজারার ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মোঃ মোবারক হোসেন এবং সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় প্রকৌশলী এস. এম. এস্কান্দার আলী।ট্রেজারার অধ্যাপক ড. মোঃ মোবারক হোসেন সকলকে সততার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জাতির পিতার নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান। বক্তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও প্রতিকার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply