কালের খবরঃ
আন্ত কলেজ ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা বোর্ডে চ্যাম্পিয়ন হয়েছে গোপালগঞ্জ হাজী লাল মিয়া সিটি কলেজ।
সোমবার (১৯জুন) ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে গোপালগঞ্জ হাজী লাল মিয়া সিটি কলেজ ২ রানে নারায়ণগঞ্জ কলেজকে হারিয়ে ঢাকা বোর্ড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রথম ব্যাট করতে নেমে হাজী লাল মিয়া সিটি কলেজ একাদশ নির্ধারিত ১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে। জবাবে নারায়ণগঞ্জ কলেজ একাদশ ১৪.৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১০৩ রান করে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে। বিজয়ী হাজী লাল মিয়া সিটি কলেজের শোভন পোদ্দার ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।
এই টুর্নামেন্টে হাজী লাল মিয়া সিটি কলেজ প্রথম গোপালগঞ্জ জেলা চ্যাম্পিয়ন হয়। এরপর দলটি বৃহত্তর ফরিদপুর জোন চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। বিভাগীয় পর্যায়ে দলটি নারায়ণগঞ্জ কলেজকে হারিয়ে ঢাকা বোর্ড চ্যাম্পিয়ন হয়েছে। এর মধ্য দিয়ে দলটি জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করার যোগ্যতা অর্জন করল।
এ ব্যাপারে হাজী লাল মিয়া সিটি কলেজের অধ্যক্ষ পলাশ কুমার বিশ্বাস বলেন, আমাদের কলেজে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার জন্যও টেককেয়ার করা হয়। তারই ফসল হিসেবে আমার কলেজ ঢাকা বোর্ডে চ্যাম্পিয়ন হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply